নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত মঈনুদ্দিন আহমেদ (মিল্টন)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৪৭ বছর বয়সে নিজ বাসভবনে অকালে মৃত্যুবরণ করেন তিনি। মঈনুদ্দিন আহমেদ মিল্টন ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের ছোটরাউতা সাহাপাড়া এলাকার মৃত আবুল হাসেমের দ্বিতীয় পুত্র।

তার জীবদ্দশায় ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন মিল্টন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024