রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য  রাষ্ট্রপতির এই সম্মানজনক পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ৪০০ জনের একটি তালিকায় প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) স্থানে তাঁর নাম উল্লেখ করা হয়।


২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী গোলাম মোস্তফা রাসেলকে এ পদক প্রদান করা হবে।


উল্লেখ্য, ২০২২ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন। এর আগে গোলাম মোস্তফা রাসেল মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024