হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৯ অক্টোবর বিকেলে স্হানীয়  জালাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জেলা খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্মের শিশু কিশোররা। এজন্য তাদেরকে  শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। খেলাধুলার কোন বিকল্প নেই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024