|
Date: 2024-02-24 14:09:52 |
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ কমিটির অন্য সদস্যগণ ২০২৪-২০২৬ খ্রিঃ সালের জন্য প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার বুঝে নেন । দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের, নবনির্বাচিত কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সদস্য হাবিবুর রহমান, মিজানুর রহমান, ইসমাইল খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সিরাজদিখান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ (দুই বছর মেয়াদী) নির্বাচনে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে সালাউদ্দিন সালমান সহ-সভাপতি, গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হাজী নাজমুল মোল্লা যুগ্ম-সাধারণ সম্পাদক, আজাদ নাদভী সাংগঠনিক সম্পাদক, আজিম হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক, সুলতানা আক্তার সাহিত্য সমাজ কল্যাণ সম্পাদক, মো. মিজানুর রহমান ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ১ নম্বর কার্যকরী সদস্য, আসলাম মোল্লা ২ নম্বর কার্যকরী সদস্য ও আরিফ হোসেন হারিছ ৩ নম্বর কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
© Deshchitro 2024