|
Date: 2022-10-19 17:19:46 |
অদ্য ১৯ অক্টোবর বুধবার গ্রেফতার হল নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুখ্যাত ডাকাত টিপু। কুখ্যাত এই ডাকাত টিপুর নামে মামলা আছে ১৯ টি।
সকাল আনুমানিক ১২ ঘটিকার সময় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সালাহ্উদ্দিন মিয়ার নেতৃত্বে পরিচালনা করা হয় বিশেষ গ্রেফতার অভিযান।গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানা পুলিশ জানতে পারে কুখ্যাত ডাকাত টিপু তার বাড়িতেই অবস্থান করছে।
তাৎক্ষণিক শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন মিয়া তারসঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত টিপুর বাড়িতে, ডাকাত টিপু বসত বিল্ডিং এ অভিনব কায়দায় বাহির থেকে তালা মেরে বাসার ভিতরে আত্নগোপনে ছিল। তারপর তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়।
ডাকাত টিপু শিবপুর থানার ইছবনগর গ্রামের পিতা তাইজ উদ্দিন ওরফে তেজার ছেলে। ডাকাত টিপু শিবপুর সহ আশে পাশের এলাকার ত্রাস। দীর্ঘদিন যাবত সে ডাকাতি সহ খুন সহ বিভিন্ন অপরাধ করে আসছে।
ডাকাত টিপুর বিরুদ্ধে তার ০৩টি ডাকাতি মামলা, ০৯টি ডাকাতির প্রস্তুতি মামলা, ০১টি অপহরণ মামলা, ০৩টি খুন মামলা, ০১টি দ্রুত বিচার, ০১টি চাঁদাবাজি, ০১টি চুরিসহ সর্বমোট ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
© Deshchitro 2024