কুলিয়ারচরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রিড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে টানা ৪ বার সাংসদ নির্বাচিত হয়েছেন।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় কুলিয়ারচর থানার মাঠে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন কুলিয়ারচর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এবং সাবেক সভাপতি আবুল হোসেন লিটন মন্ত্রী কে ফুল দিয়ে বরন করে নেন।


এরপর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব  মন্ত্রীকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগও এর অন্যান্য অংঙ্গ সংগঠন, কুলিয়ারচর সরকারী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষক সমিতি,  বিভিন্ন সামাজিক সংগঠন।


এ সময় মন্ত্রীও কুলিয়ারচরবাসীর ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024