|
Date: 2024-02-25 05:02:23 |
আজ পবিত্র "শবে বরাত"
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
শবে বরাত ফারসি ভাষার শব্দ। ‘শব’ অর্থ রাত। আর ‘বরাত’শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী।আজ সেই পবিত্র "শবে বরাত"।আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা।
হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দারগুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।শবে বরাত উপলক্ষে রাসুলে আকরাম (সা:) দুটি জিনিস করার জন্য বলেছেন। (১) রাত জেগে আল্লাহর ইবাদত করা। যেমন–নফল নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, তাসবিহ পাঠ করা। দোয়া-দরুদ, তওবা-ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। (২) রোজা রাখা, নবী কারিম (সা:) গোটা শাবান মাস রোজা রাখতেন। তাই এ মাসে আমরা যত বেশি পারি রোজা রাখবো ইনশাআল্লাহ।
বিশেষ করে আল্লাহর রসুল (সা:) বলেছেন, এই রাত জেগে ইবাদত কর আর দিনে রোজা রাখ।শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী (সা:) বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে। কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার সব চেয়ে নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলেন, ‘কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ ভাবে বান্দাদের ডাকতে থাকেন।
এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী (সা:) বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশিসংখ্যক বান্দাকে ক্ষমা করেন।কিন্তু বিশেষ কিছু লোক এ ক্ষমা থেকে বঞ্চিত হয়।
মহানবী (সা:)বলেন, ‘শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করেন। তবে মুশরিক, হিংসুক, জাদুকর, ব্যভিচারী, মা-বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না।
এ বিশেষ ফজিলত পুর্ণ এ রাত্রিতে আতশবাজিতে মেতে না উঠে প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর ইবাদতে মশগুল থাকা।
© Deshchitro 2024