|
Date: 2024-02-25 10:56:54 |
নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ৭নং বজরা ইউনিয়নে এক যুবকের ভিন্ন রুপি প্রতিবাদ,যা রিতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ওই যুবকের নাম নোমান সে একি ইউনিয়নের সাকিরপুর গ্রামের স্থায়ীবাসীন্দা এবং স্থায়ী একটি মাদ্রাসার পরিচালনা পারিষদে সদস্য তাছাড়া সে দীর্ঘ দিন থেকে তাবলিক জামাতের একজন আমির হিসাবে দায়িত্ব পালন করে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে মতে গতকাল ২৪শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সোনাইমুড়ি উপজেলার ৭নং বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে শিলমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীলমুদ গ্রামের ইতালি প্রবাসী মাইন উদ্দিনের অর্থায়নে এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে হত দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা উপকরন বিতরন শেষে সংস্কৃতি অনুষ্ঠান চলা কালিন রাত আনুমানিক ১১টা থেকে ১২টার সময় এক যুবক মাইক হাতে মাঠের এক কোনায় দাড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে এই সময় কিছু লোক তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ করলেও সে কনসার্ট বন্ধে তার কার্যক্রম চালিয়ে যেতে থাকে যা মুহুর্তে সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ভাইরাল হয়।যা নিয়ে সারা উপজেলা সহ সোশ্যাল মিডিয়া,সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে রিতিমতো চলছে আলোচনা সমালোচনা।
কেনো বা কি কারনে সে এমন কাজ করেছে তার তথ্য নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইসলামি দৃষ্টিকোন,চলমান এসএসসি পরিক্ষার্থীদের লেখাপড়ার অসুবিধা সহ বিভিন্ন সামাজিক কারনে সে এমনটা করতে পারে।
© Deshchitro 2024