নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ- ২০২৪ (সিজন-০৭)’-এর প্রথম কোয়ার্টার ফাইনালে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে নীলফামারী বয়েজ।

রবিবার (২৫শে ফেব্রুয়ারী) দুপুর ৩টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ৯ম ও প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—নীলফামারী বয়েজ বনাম কাব্য সুপার স্টার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নীলফামারী বয়েজ। প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে কাব্য সুপার স্টার। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ও নীলফামারীর সাহিদের ৩.০ ওভারে ১২ রানের বিনিময়ে ৪ উইকেটে বিপর্যস্ত কাব্য সুপার স্টার ১৪.৪ ওভারে সব-কটি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে।

৯৮ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট খোয়ালেও সোহাগের ২৪ বলে অপরাজিত ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে ১০.০ ওভারে ১০৩ রান করে সেমিফাইনালে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো নীলফামারী বয়েজ। ম্যাচসেরা হয়েছেন নীলফামারীর সোহাগ।

উল্লেখ্য, আগামী ২৭শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর ৩টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে—ডিমলা রাইডার্স বনাম মেসার্স বাদল স্টোর।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024