|
Date: 2024-02-25 13:13:00 |
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ ১০টি মামলার অভিযুক্ত আসামি শহীদুল ইসলামকে (আকাশ) গ্রেফাতর করা হয়েছে। গ্রেফতার আসামি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর লক্ষ্যারচর, শিকলঘাট মাঝের পাড়া, ৬নং ওয়ার্ডে বসবাস করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি) জানান গত শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই থানাধীন ৪নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ জেটিঘাট ভাই ভাই হোটেলের সামনে থেকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার জৈষ্ঠপুরার বাসিন্দা জনৈক মাধব চন্দ্র দাস তাহার মেয়ের বিবাহের চল্লিশ হাজার টাকা রাখে। সেই টাকা আসামি আকাশ চুরি করে নিয়ে যাওয়ার সময় কাপ্তাই থানার কর্তব্যরত এসআই আল আমিন, এএসআই লিটন মিয়া সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত চোরকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে চোরাই ৪০ হাজার টাকা উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, আসামি আকাশ খুন, ছিনতাই, চুরিসহ অন্ততপক্ষে ১০টি মামলায় অভিযুক্ত আসামি বলে স্বীকার করে। টাকার মালিক মাধব চন্দ্র দাস বাদী হয়ে কাপ্তাই কাপ্তাই থানায় নিয়মিত মামলা দায়ের করে। রবিবার গ্রেফতার আসামিকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024