|
Date: 2024-02-25 14:15:59 |
“দুই সন্তানেই হবে বেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যবান্ধব আদর্শ পরিবার গঠন কল্পে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রবিবার আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে পরিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোল্লাহ। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক রায়হানুল ইসলাম, সহকারী পরিচালক মোখলেছুর রহমান, ঢাকা থেকে আগত প্রোগ্রাম অফিসার মিজানূর রহমান, ডা. আল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাংবাদিক গোলাম রব্বানী টিটু। সম্মেলনে উপজেলার শ্বশুর, শাশুড়ি, স্বামী ও স্ত্রী সহ চার ক্যাটাগরিতে ১০০ জন অংশগ্রহণ করেন। পরিশেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীতা ও নবদম্পতিদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
© Deshchitro 2024