◾ স্পোর্টস ডেস্ক 


নিজেদের বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান করেছে জিম্বাবুয়ে। ৩১ রানে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।


আগের ম্যাচে ৪২ রানের হারের পর বিশ্বকাপে টিকে থাকা নিয়ে সংশয় ছিল। এই জয়ে সেই সংশয় দূর হলো। বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ।


১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ওপেনার মাধেভেরের ২৭ আর শেষদিকে জংঙয়ের ২৯ রান ছাড়া অন্যরা তেমন কিছুই করতে পারেননি। ক্যারিবিয়ানদের হয়ে আলজেরি জোসেফ নেন ৪ উইকেট, ৩ উইকেট নেন জেসন হোল্ডার। 


এর আগে হোবার্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল। ওপেনার জনসন চার্লস ৩৬ বলে ৪৫ রান করে। আরেক ওপেনার নিকোলাস পুরান আউট হন মাত্র ৭ রানে। শূন্য রানে ফেরেন শামারাহ ব্রুকস। জেসন হোল্ডাররাও ম্যাচে সুবিধা করতে পারেননি। তিনি ফিরেন ৪ রানে। 


২ উইকেটেই ৯০ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর ১১ রান তুলতে আরও ৪ উইকেট পড়ে। এতে বিপদে পড়ে নিকোলাস পুরানের দল।


ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ১০১ তখন হারায় ৬ উইকেট। শেষ হয়েছিল ১৪ ওভার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রানের চ্যালেঞ্জিং পুঁজিই গড়েছে ক্যারিবীয়রা।


সপ্তম উইকেটে রভম্যান পাওয়েল আর আকিল হোসেনের ৩৫ বলে ৪৯ রানের জুটিই বিপদ থেকে উদ্ধার করেছে ওয়েস্ট ইন্ডিজকে। পাওয়েল ইনিংসের ২ বল বাকি থাকতে ২১ বলে ২৮ করে আউট হন। ওই ওভারেই দুই ছক্কা হাঁকান তিনি। ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আকিল।


জিম্বাবুয়ের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন ব্লেসিং মুজারবানির।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024