নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ গ্রাম থেকে একই গ্রামের মোঃ ইউসুফ আলী (৩৬), মোঃ মিলন মিয়া (২৮), মোঃ হাবিল মিয়া (৩৮), হাতিয়ার ভিটা গ্রামের মোঃ নবীবুর রহমান সাদ্দাম (২৬) সহ পার্শ্ববর্তী উপজেলার ভূরুঙ্গামারী খামার আন্ধারীঝাড় গ্রামের মোঃ আব্দুল আউয়াল (৩০) কে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে খবরের সত্যতা নিশ্চিত করেন নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024