|
Date: 2024-02-26 07:29:05 |
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিয়োজিত ৮ এপিবিএনের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উখিয়া অস্থায়ী সদর দপ্তরে কনফারেন্স রুমে আয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এর সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা-ফেব্রুয়ারি/২৪ অনুষ্ঠিত হয়। সভায় গত জানুয়ারি/২০২৪ মাসে ব্যাটালিয়নের সামগ্রিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা ও তা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার রসুল আহমেদ নিজামী, সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, ক্যাম্পে এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে বলেন। মাদক উদ্ধার সহ অন্যান্য আভিযানিক কার্যক্রম জোরদারকরণ এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ও সকল প্রকার দুর্নীতি থেকে দূরে থেকে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
© Deshchitro 2024