|
Date: 2024-02-26 09:48:44 |
সিরাজগঞ্জে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণদেরকে নিয়ে সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণদের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৫ ফেব্রুয়ারী ২০২৪) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের
উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সহকারি পরিচালক আব্দুল বাছেদ, অনুষ্ঠান
জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনে ৩ জন কে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহীন সরকার।
© Deshchitro 2024