|
Date: 2024-02-26 10:44:34 |
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার সকালে ঝিনাইগাতী থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরাফাত রহমান। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বছির আহমেদ বাদলের সভাপতিত্বে ও এসআই রাজীব ভৌমিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ট্রাক মালিক সমিতির সভাপতি আইয়ুব আলী ফর্সা, বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, শ্রমিক ফেডারেশনের সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিএনজি অটো শ্রমিক নেতা রজব মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানসহ পরিবহন মালিক, চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ওই মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
© Deshchitro 2024