|
Date: 2024-02-26 12:06:46 |
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলায় জয়ী শ্যামনগরের মীরগাং প্রাইমারী স্কুল বিভাগীয় চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণে ঢাকায় রওনা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন দল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত এলাকার ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন দল গুলির সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ঢাকার উদ্দেশ্য রওনা।
জানা যায়, ২৭ ফেব্রুয়ারী ঢাকা বিশ^বিদ্যালয় মাঠে সকাল ১১টায় রাজশাহী বিভাগের সাথে খুলনা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় চ্যাম্পিয়ন দল গুলির সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণের লক্ষে খেলোয়াড়বৃন্দ, শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা ২৬ শে ফেব্রুয়ারী সকালে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেছে।
পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি জেলা ও বিভাগীয় পর্যায়ে ইতি পূর্বেও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল।
ছবি- শ্যামনগরের পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
© Deshchitro 2024