|
Date: 2024-02-26 12:55:39 |
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর নির্মানাধীন আকিজ কারখানার ফ্যাক্টরীর ছাদ থেকে পড়ে আসাদ মিয়া
(৩০)
নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দূর্ঘনা ঘটে। নিহত আসাদ মিয়া নীলফামারী জেলার ডোমরা উপজেলার জালিয়াপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ জানান,
সোমবার সকাল সোড়ে ৯ টার দিকে আকিজ গøাস কারখানায় দশ তলা ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আসাদ মিয়া। সহকর্মীরা দ্রæত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
© Deshchitro 2024