সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল আজ (মঙ্গলবার) প্রকাশ হতে পারে।


গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানায়, মন্ত্রণালয় অনুমোদন দিলে মঙ্গলবার যেকোনো সময় ফল প্রকাশ হতে পারে। তবে অন্য একটি সূত্র বলছে, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফল প্রকাশ করা হতে পারে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। আশা করছি, আজ চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারব।


উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর তিন বিভাগের (রংপুর, বরিশাল ও সিলেট) ১৮ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024