|
Date: 2024-02-27 12:58:17 |
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকী বাড়ী ক্রীয়া সংঘের সভাপতি নিশার উদ্দীন সেচ্ছায় তার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুক পোফাইলে পোস্ট করেছেন তিনি
এর কারণ জানতে চাইলে নিশার উদ্দীন বলেন যে কেতকী বাড়ী ক্রিয়া সংঘের সভাপতি ছিলাম আমি এলাকার বাইরে থাকার কারণে আমি সেচ্ছায় আমার পদ থেকে পদত্যাগ করছি
এবং সংঘের শুন্য পদে যোগ দেওয়ার জন্য অন্য প্রার্থীকে আহবন জানাচ্ছি
© Deshchitro 2024