রাজশাহীর গোদাগাড়ীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ মোছাঃ রাশিদা খাতুন (৫৮) নামের এক নারী  মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৫।  গতকাল সোমবার (২৬ ফেব্রয়ারী)   রাত্রী সাড়ে ১১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক রাশিদা খাতুন গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর মৃতঃ শাখাওয়াত এর মেয়ে।


র‌্যাব-৫ সূত্রে জানা যায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর এলাকায় রাশিদা খাতুন এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। সংবাদ পাওয়া মাত্রই নারী মাদক ব্যবসায়ী রাশিদা খাতুনের বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কারে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে নারী র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।


পরবর্তীতে র‌্যাবের টিম ধৃত রাশিদা খাতুন এর বসত বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের পশ্চিম রুমের মধ্যে উত্তরাংশে মেঝেতে থাকা স্থানীয় ভাবে মাটির তৈরী মাটির কুঠি (মাটির তৈরী বড় পাত্র) এর ভিতরে গোবরের লাকড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত  হেরোইন উদ্ধার করে।

র‌্যাব-৫ জানায়, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে  এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রেখেছিল। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024