|
Date: 2022-10-20 08:08:37 |
ঢাকা ময়মনসিংহ রোডের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ ও গাজীপুর জোনের রেল কর্তৃপক্ষের সার্বিক চেষ্টা ও সহযোগিতায় রেললাইনে পড়ে যাওয়া ক্রেনটি সরানোì সম্ভব হয়েছে। রেল কর্তৃপক্ষ রেললাইনের সার্বিক দিক পরীক্ষা করার পর তিস্তা ট্রেনটি শ্রীপুর ছেড়ে গিয়েছে। এখন ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে আর কোন বাধা নেই।
© Deshchitro 2024