দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে বাংলাদেশের উপজেলাভিত্তিক প্রথম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন "শৈলকুপা প্রেসক্লাব"। অথচ অভ্যন্তরিন কোন্দলে একই ক্লাবের সদস্যদের মধ্যে দুটি গ্রুপ দ্বন্দের সৃষ্টি হয়। এক পক্ষে নেতৃত্বে ছিলেন মুসা- পলাশ অন্য পক্ষে লিটন - শিহাব। 

দীর্ঘদিনের গ্রুপিং এর অবসান ঘটিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আলোচনার ভিত্তিতে উভয় গ্রুপের সমন্বয়ের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এক বছরের জন্য নতুন এ কমিটিতে সভাপতি শাহীন আক্তার পলাশ(দৈনিক আমাদের সময়) ও সাধারন সম্পাদক আব্দুর রহমান মিল্টন(এখন টিভি) নির্বাচিত হয়েছেন। 

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও চৌকশ সাবেক সাধারন সম্পাদক শিহাব মল্লিক ভাইকে। শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের এক কাতারে থাকতে যার ঐক্যান্তিক প্রচেষ্টা, মেধা, শ্রম সময় ও ত্যাগের বিনিময়ে আজকের এই সফলতা। একটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে  নতুন মাত্রায় শৈলকুপা প্রেসক্লাবের যাত্রা শুরু হল। 

শৈলকুপায় কর্মরত সকল সংবাদকর্মীকে ঐক্যবদ্ধ করার সাহসী ভূমিকা পালনের জন্য অসংখ্য ধন্যবাদ শিকদার ওয়াহিদুজ্জামান ইকু ভাইকে। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। 

এছাড়াও ঐতিহ্যবাহী এ সংগঠনের সংবাদকর্মীদের এক হওয়ার ব্যাপারে যারা শ্রম মেধা আর ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। 


একটি পরিচ্ছন্ন রাজনীতি মুক্ত অবাধ সাংবাদিকতার বিচরণ ঘটুক এ প্রত্যাশা চিরন্তন। সভাপতি - শাহীন আক্তার পলাশ ও সম্পাদক আব্দুর রহমান মিল্টন জুটি বিগত ৮ বছরের নানা বিতর্কিত ইতিহাসের ইতি টেনে সফল সূর্য ফোটাবেন বলে আশা রাখি। 

সেই সাথে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবেন বলে আশা রাখি।


একই সাথে নতুন সাংবাদিকদের জায়গা করে দিয়ে তাদের কাজের সুযোগ করে দেবেন বলেও প্রত্যাশা করি। 

সকল সদস্যদের জন্য শুভ কামনা রইল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024