সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আবাদচন্ডিপুর বনবিবিতলা এলাকায় বুধবার দুপুরে (২৮ ফেব্রুয়ারী) মৎস্য চাষি স্কুলের উদ্বোধন ও কমিটি গঠন করা হয়।

জাতিসংঘ এর খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মৎস্য চাষি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে স্কুলের উদ্দেশ্য, মৎস্য চাষে প্রযুক্তি সম্প্রসারণ, মৎস্য চাষিদের জ্ঞান বিনিময়, চিংড়ী ঘের ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন করে মৎস্য চাষ ও স্কুলের একটি কমিটি গঠন সহ পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী ড. মোঃ রফিকুল ইসলাম খাঁন।

 শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মেরিন ফিসারিস কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলিটিটের মেহেদী হাসান, পুরস্কার প্রাপ্ত মৎস্য চাষি হাজী মুজিবর রহমান, মৎস্য চাষি রেজাউল করিম, মৎস্য চাষি তারমিন সুলতানা, রেক্সোনা পারভীন প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল পরিচালনায় রেজাউল করিমকে সদস্য সচিব, মোঃ রইস উদ্দিন, তারমিন সুলতানা, জামিলা খাতুন ও রেক্সোনা পারভীনকে সদস্য করে  পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জানা যায় স্কুলের সদস্য সংখ্যা নারী মৎস্য চাষি ৩২ জন ও পুরুষ মৎস্য চাষি ১৮ জন সহ ৫০ জন। পরবর্তীতে একটি সমবায় সমিতি তৈরী করে স্কুলের তহবিল গঠন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024