নিবন্ধন না থাকায় নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ‘চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার’-কে বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজার এলাকায় নিবন্ধন বিহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধে উপজেলা স্বাস্থ্য বিভাগের ২য় দিনের অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

অভিযানে কোনো নিবন্ধনপত্র ছাড়াও যাবতীয় কাজগপত্র না থাকায় ‘চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার’-কে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, লাইসেন্স ও নিবন্ধন বিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য বিভাগের ২য় দিনের অভিযানে চিলাহাটি ডায়াগনস্টিক সেন্টার নামক একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী অজয় চন্দ্র রায়, মাহবুবুল হক ও জিকরুল ইকবাল লিমন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024