|
Date: 2024-02-29 07:26:57 |
নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে সম্প্রীতি স্থাপন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমামদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী প্রমুখ।
এতে প্রধান আলোচক হিসেবে ইমামদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন—ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী।
সামাজিক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024