আওয়ামীলীগ অফিসকে নির্বাচনী অফিস বানিয়ে মাননীয় সাংসদ প্রকাশ্যে নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা ও মেয়র প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম৷ 


গতকাল সকালে চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন হাতি প্রতীকের এই প্রার্থী৷ সেখান থেকে ছাতিপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড়, পূবালী চত্বর হয়ে ঝাউতলা, পুলিশ লাইন, রেল স্টেশন, রানীরবাজার, মর্ডান স্কুল রোড হয়ে লাকসাম রোডে জনসংযোগ করেন মেয়র প্রার্থী তানিম৷ 


মাননীয় সংসদ সদস্যের ভুমিকা নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এ ধরনের প্রকাশ্য তৎপরতার জন্য তো কোন অভিযোগের প্রয়োজন পড়ে না৷ যেখানে অপরাধ প্রকাশ্যে সংঘটিত হচ্ছে সেখানে কে অভিযোগ করল কে তা আলোচনার বিষয় হতে পারেনা। আপনারা দায়িত্বশীল টিম দিয়েছেন৷ তারা পর্যবেক্ষন করে ব্যবস্থা নিবেন এমনটাই কুমিল্লাবাসী আশা করে৷"


তিনি সাংবাদিকদের আরো বলেন- জনসম্মুখে একজন জনপ্রতিনিধি একজন প্রার্থীর হয়ে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করতে পারেন না। এটা নির্বাচন বিধিমালা লঙ্ঘনের মধ্যে পড়ে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট অভিযোগ জানিয়েছি, এই বিষয়টাকে যেন লঘু করে দেখা না হয়। 


আজ প্রচারণার ষষ্ঠ দিন৷ নগরীর প্রধান প্রধান সড়ক জুড়ে জমজমাট প্রচার-প্রচারনায় চালিয়েছেন এই হাতি প্রতীকের প্রার্থী৷ জনগনের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান এই প্রার্থী৷ 


বিকেলে প্রচারণা চালান নগরীর ২২ নং ওয়ার্ডের বল্লভপুর,দৈয়ারা,বিশ্বরোডসহ আশেপাশের এলাকায়৷

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024