মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার উদ্যোগে আবাসন প্রকল্পের ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ভূমিহীন দের মাঝে ঘর নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে কুখরালী এলাকায় ভূমিহীন পরিবার আব্দুল হামিদের এই ঘর দেওয়া হয়। প্রধান অতিথি উপস্থিত থেকে ভূমিহীন দের মাঝে ঘর হস্তান্তর করেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন, চাটার্ড প্রেসিডেন্ট ফারুকুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট তারেকুজ্জামান খান, পাস্ট রেজাউল ইসলাম সোহাগ, প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ মোঃ সাইফুল আলম,ক্লাব সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সদস্য জান্নাতুল ফেরদৌস। ডেপুটি কমান্ডার এনছান বাহার বুলবুল, রয়েল সাতক্ষীরা ক্লাব প্রেসিডেন্ট মোঃ আসাদুরজামান, ৬নং ওর্য়াড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, রং তুলি এ্যাড মহিবুল্লাহ, ঘর ইঞ্জিনিয়ার আল-আমিন সহ আরো অনেকে। রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার ভূমিহীন আবাসন প্রকল্পের আওতায় ২টি ঘর স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সাতক্ষীরায় ভূমিহীনদের ঘর নির্মাণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024