“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পঞ্চম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১ মার্চ শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বীমা কোম্পানির অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামন, বণিক সমিতির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খান মক্কু, সাংবাদিক জাহিদুল হক মনির ও বীমা কোম্পানির অন্যান্য প্রতিনিধিগণ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, বীমার সুফল সম্পর্কে উপস্থিত সকলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। র‌্যালি ও আলোচনা সভাতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বীমা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023