নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ-২০২৪ (সিজন-০৭)’ -এর প্রথম সেমিফাইনাল ম্যাচে নীলফামারী বয়েজকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করলো নিউ মডার্ণ জুয়েলার্স।

শুক্রবার (১লা মার্চ) সকাল ১০টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ডিসিএল-০৭ এর ১ম সেমিফাইনাল ও ১৩তম ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—নীলফামারী বয়েজ বনাম নিউ মডার্ণ জুয়েলার্স।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ মডার্ণ জুয়েলার্স। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি নীলফামারী বয়েজ। নির্ধারিত ১৬.০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২১ রান।

নীলফামারী বয়েজের হয়ে শিমুল ১০, লিমন ১৯, সাকিব ১১, সেজান ১১, মাসুদ ১৩, শামীম ৫, রমনাথ ১৭, সিজান ২, সুইডেন ০, পল্লব ১০* ও সাঈদ ১* রান করেন। অপরদিকে, নিউ মডার্ণ জুয়েলার্সের হয়ে ৪.০ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট পান মোরসালিন। এছাড়া ২টি করে উইকেট পান সোহাগ ও হৃদয় এবং ১টি করে উইকেট পান মিরাজ ও রাফি।

১২২ রানের টার্গেটে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে শাওনের ৩৬ বলে ৪০ রানে অনেকটা স্বস্তিতে থাকে নিউ মডার্ণ জুয়েলার্স। তবে এর আগে ৩টি উইকেট হারায় তারা। পরে, সুজন ও মোরসালিনের জুটিতে ৯ বল হাতে রেখেই ১৪.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান করে জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।

নিউ মডার্ণ জুয়েলার্সের হয়ে শাওন ৪০, জ্যাকি ০, সোহাগ ১২, জুয়েল ৯, সুজন ২৯* ও মোরসালিন ২০* রান করেন। অপরদিকে, সাঈদ ২টি এবং শামীম ও রমনাথ ১টি করে উইকেট সংগ্রহ করেন।

উল্লেখ্য, আজ শুক্রবার দুপুর ৩টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ও ১৪তম ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—ডিমলা রাইডার্স বনাম সোনাহার ক্রিকেট একাদশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024