|
Date: 2022-10-20 12:05:48 |
মেহেরপুরের গাংনীতে ১’শ ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বামুন্দী-দেবীপুর পুলিশ বক্সের সামনে এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৪) ও মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে অটোভ্যান যোগে মাদক কারবারীরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি টীম পুলিশ বক্সের কাছাকাছি অবস্থান নেয়। এসময় পাচারকারী আলাউদ্দীন ও উজ্জল একটি রাস্তায় এসকল মাদকসামগ্রী বহন করছিল। সন্দেহজন হওয়ায় তাদের গতিরোধ করে পাখিভ্যানের বস্তা তল্লাশী চালানো হয়। এসময় মিষ্টি কুমড়ার বস্তায় ১’শ ৩০ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজা পাওয়া গেলে তাদেরকে আটক করে। আটকৃত আলাউদ্দিন ও উজ্জল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
© Deshchitro 2024