নীলফামারীর ডোমার উপজেলায় ‘চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গনে খেলাধুলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন—চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোতালেব হোসেন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লিটন ইসলাম, চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমুখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন—চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ রকিব হোসেন রণ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024