|
Date: 2024-03-01 11:41:02 |
নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ-২০২৪ (সিজন-০৭)’ এর ফাইনাল নিশ্চিত করেছে নিউ মডার্ণ জুয়েলার্স ও ডিমলা রাইডার্স। শনিবার দুপুরে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে দুই দল।
শুক্রবার (১লা মার্চ) উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে নীলফামারী বয়েজকে ৬ উইকেটে পরাজিত করে নিউ মডার্ণ জুয়েলার্স ও ২য় সেমিফাইনালে সোনাহার ক্রিকেট একাদশকে পরাজিত করেছে ডিমলা রাইডার্স।
১ম সেমিফাইনালের প্রথম ইনিংসে ১৬.০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২১ রান সংগ্রহ করেছিল নীলফামারী বয়েজ। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে ৬ উইকেটের জয় তুলে নেয় নিউ মডার্ণ জুয়েলার্স।
২য় সেমিফাইনালের প্রথম ইনিংসে সাগরের সেঞ্চুরিতে ১৪.০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে ডিমলা রাইডার্স। জবাবে ১৪.০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করতে সক্ষম হয় সোনাহার ক্রিকেট একাদশ। এতে ৪৮ রানের জয় পায় ডিমলা রাইডার্স।
আয়োজক কমিটি জানায়, শনিবার (২রা মার্চ) দুপুর ২টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের মেগা ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—নিউ মডার্ণ জুয়েলার্স ও ডিমলা রাইডার্স। ম্যাচটিতে ওভার বাউন্ডারি হলে মাঠের বাইরে দর্শকেরা ক্যাচ ধরলে পাবেন ইতি কসমেটিকসের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।
উল্লেখ্য, দুঃখ চাষা লীগের ৭ম আসরের টাইটেল স্পন্সর নিউ মডার্ণ জুয়েলার্স। টুর্নামেন্টটি আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের সৌজন্যে পরিচালিত হচ্ছে।
© Deshchitro 2024