|
Date: 2024-03-01 12:48:54 |
টাঙ্গাইলের মধুপুরে ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ মার্চ ২০২৪ শুক্রবার এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা চত্বরে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। সমাজ সেবা অফিসার ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান
সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
মেলায় বিভিন্ন পুস্তক প্রকাশক, স্কুল, কলেজ ও সংগঠনের মোট ৩২ টি স্টল অংশগ্রহণ করে।
এসময় মেলাস্থল কবি , লেখক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© Deshchitro 2024