|
Date: 2024-03-01 14:20:57 |
কক্সবাজারের উখিয়া জামতলী পুলিশ ক্যাম্পে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ১ রাউন্ড গুলির খোসা সহ একজন এফডিএমএন সদস্য গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম।
শুক্রবার (১ মার্চ) গভীর রাতে উখিয়া থানাধীন জামতলী পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম কামরুল ইসলামের নির্দেশনায় ওসি সনজীত চন্দ্র নাথের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ই ব্লক এলাকায় অভিযান চালিয়ে ১৫ নম্বর ক্যাম্পের ই/৮ ব্লকের রোহিঙ্গা সন্ত্রাসী হাইরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী সমসিদা বেগমের বসত ঘরের ভিতর তল্লাশী অভিযান চালিয়ে অস্ত্র টি একজন আটক করা হয়।
অধিনায়ক আরও বলেন, জামতলী ১৫ নম্বর ক্যাম্পের একটি বসত ঘরের ভিতর তল্লাশী চালিয়ে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ১ রাউন্ড গুলির খোসা সহ ১৫ নম্বর ক্যাম্পের এফ/৬ ব্লকের এফসিএন নং-১১৭৫২০ এলাকার বাসিন্দা সৈয়দ আজিম এর ছেলে জিয়াবুল হক (১৭) কে গ্রেফতার করা হয়৷ আটককৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024