|
Date: 2024-03-01 16:08:35 |
বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাআব্দুল লতিফ খানের ৮ম মৃত্যু বার্ষিকী আজ।আজ ১ মার্চ ঠিক আট বছর আগে ক্ষণজন্মা মহা মানব বানারীপাড়াবাসী কাঁদিয়ে মহান আল্লাহ আমাদের মাঝ থেকে নিয়ে যান। তিনি অতিহ্যবাহী সকলের প্রিয় বিদ্যাপিঠ সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়াও তার আউয়ার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠায় যথেষ্ট অবদান রয়েছে সৈয়দকাঠী ইউনিয়নের প্রান আউয়ারের আপামর জনসাধারণের সাথে একাত্ম হয়ে নেতৃত্ব দান করছিলেন মরহুম আব্দুল লতিফ খান।
জন্মিলে মরিতে হইবে বিধির বিধান।পৃথিবীতে কেউ মৃত্যুকে অতিক্রম করতে পারবে না। তবে কীর্তি মানের মৃত্যু নেই। মানুষ বাঁচে কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে। যাঁর নিরলস প্রচেষ্টায় সৈয়দকাঠী ইউনিয়নের মতো অজপাড়ায় স্বাধীনতার পূর্বে যে সময়টাতে এলাকার মানুষ অন্ন যোগাতে হন্য হয়ে যেত।অনেকেরই মাথা গোঁজার ঠাঁই-ই ছিল না। সেই সময়ে শিক্ষার কথা চিন্তা করাই ছিল বিলাসিতা।তাঁর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা বিরাট এক চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন।
আজকের এইদিনে গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞ হৃদয়ে স্মরণ করেছে সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী, সচেতন সমাজ। এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
© Deshchitro 2024