|
Date: 2024-03-01 16:14:52 |
ঢাকার বেলিরোড ট্রেজিডিতে প্রান হারিয়েছে কক্সবাজারের মুক্তিযুদ্ধা পরিবারের ৩ জন। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন এর বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেঝ ছেলে কাস্টমস কর্মকর্তা শাহা জালাল উদ্দিন স্ত্রী সন্তান বেলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রান হারান।
তাদের মরদে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত শাহ জালালা উদ্দিনের বড় ভাই শাহ জাহান সাজু জানিয়েছেন, তার ছোট ভাই নারায়ণগঞ্জের কাস্টমস এর রেভিনিই কালেকট্টর হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা বেলি রোডে রাতের খাওয়ার খেতে যান। এই সময় অগ্নিকান্ডের স্বীকার হয়ের শাহা জালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেছা হেলালি মিনা ও তাদের ৩ বছরের এক মাত্র কন্যা ফাহিরুজ কাশেম জামিরা মারাগেছেন।
মরদেহ আনার ব্যবস্থা নেয়ানহচ্ছে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহা জাহান সাজু শুক্রবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সন্তান কাস্টমস কর্মকর্তা শাহ জালাল উদ্দিন ও স্ত্রী কন্যার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছ।
© Deshchitro 2024