পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবাসহ আলতাফ মৃধা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  


শুক্রবার (১ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী বালুর মাঠ সংলগ্ন নিজ ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত জেন্নাত আলী মৃধার ছেলে।


মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলতাফ মৃধার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024