“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 


এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে শনিবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। 


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলো- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুখ খান ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সহ সভাপতি উত্তম গোলদার ও দপ্তর সম্পাদক আঃ রহিম সজল প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024