|
Date: 2024-03-02 08:24:42 |
স্মার্ট জাতী গড়তে হলে স্মার্ট শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জেলা অডিটোরিয়ামে ২ মার্চ (শনিবার) সকাল ১১টায় উপজেলার নতুন কারিকুলামে প্রশিক্ষণ প্রাপ্ত সকল শিক্ষক ও মাষ্টার ট্রেনারের উপস্থিতিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও বিস্তরণে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।
সাহাপুর স্কুলের সিনিয়র শিক্ষক বিপুল কুমার ও ঘাটলাবাগ দাখিল মাদ্রাসা সুপার ওমর ফারুক এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একটিভ গ্রুপের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, ভিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, একাডেমি সুপার ভাইজার (মাধ্যমিক) আমজাদ হোসেন,
জমিয়াতুল মুদারসিনি চাটখিল শাখার সভাপতি ও মল্লিকা দিঘির পাড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি আবদুল মান্নান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি (চাটখিল) মোরশেদ আলম স্বপন, হিরাপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও মাষ্টার ট্রেনার জসীমউদ্দিন লিটন প্রমূখ।
মতবিনিময় সভা শেষে মাষ্টার ট্রেনার ও শিক্ষকদের পক্ষে বর্তমান কারিকুলামের বিষয়ে ইতিবাচক দিক নিয়ে লিখিত প্রস্তাবনা জমাদেন। এতে মাষ্টার ট্রেনার ১০ জন বিজয়ী ও শিক্ষকদের পক্ষে ২০ জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়।
চাটখিল শিক্ষক সমিতিকে (বিটিএ) ৩ লক্ষ ও জমিয়াতুল মুদারসিনিকে (মাদরাসা) ২ লক্ষ টাকা চেক তুলে দেন।
© Deshchitro 2024