গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্ণপুর গ্রামে অবস্থিত  কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আশরাফ আলী (রঃ) এর স্মরণে এবং এলাকার মৃত ব্যক্তিদের মাগফেরাত কামনার্থে দ্বিতীয় বার্ষিক  ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

১ তারিখ শুক্রবার জুম্মার নামাজের পর থেকেই ওয়াজ মাহফিলের কার্যক্রম শুরু হয়। আসরের নামাজের আগে থেকেই কর্ণপুর এবং আশে পাশের এলাকার বিভিন্ন মক্তবের ছাত্র ছাত্রীদের কোরআন তেলওয়াত, হামদ, নাত, এবং দোয়ার প্রতিযোগিতা  এবং আসরের নামাজের পরে অত্র এলাকার বয়স্কদের প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে সকলের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। 
মাগরিবের নামাজের পর থেকে ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম  প্রচলিত হয়।  এ সময় বাংলাদেশের বিভিন্ন ইসলামিক বক্তা ওয়াজ নসিহত করেন। ওয়াজ ও দোয়া মাহফিলে হাফেজ আশরাফ আলী (রঃ) কল্যান ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজ উদ্দিন সাহেব এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা আশেকে মোস্তফা সাহেব দাঃবাঃ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডঃ শামসুল আলম প্রধান চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। 
ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেছেন বরেণ্য আলেমেদ্বীন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা  আল্লামা মাহবুবর রহমান।পীর সাহেব সামসাবাদ দরবার শরীফ, এ সময় আরো ওয়াজ নসিহত করেন স্থানীয় ওয়ালামায়ে কেরামগন। শেষ তবারক বিতরণের মাধ্যমে ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024