|
Date: 2024-03-02 09:19:26 |
'স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব' এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (২ মার্চ) উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইমাম হাছান কচি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আকবর হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ।
© Deshchitro 2024