|
Date: 2024-03-02 09:33:08 |
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২ মার্চ শনিবার সকাল ১১টায় ষষ্ঠ জাতীয় ভোটার দিবস উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালিটি উপজেলা চত্বর থেকে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সভার সভাপতি সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, শিক্ষার্থী জিতুসহ অনেকেই। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট ও সুশীল-সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024