|
Date: 2024-03-02 09:54:06 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ শনিবার সকালে স্থানীয় মল্লিক রাইচ মিল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অভিনুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। প্রধান আলোচক ছিলেন, ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের কালব ডিরেক্টর অধ্যক্ষ হেলাল উদ্দিন। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সদর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শুরুতেই জাতীয় ও সমবায় উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা এবং দ্বিতীয় অধিবেশনে সমিতির আয়-ব্যয় হিসাব প্রদান সহ পরবর্তী বছরের বাজেট অনুমোদন করা হয়। অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত সদস্যদের মাঝে র্যাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024