০২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে প্রিন্সিপাল কাজী ফারুকী  স্কুল এন্ড কলেজে শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১, জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২২ ও বাস্তবায়ন ২০২৩ নিয়ে  ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের  শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ কর্মাশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের কো- চেয়ারম্যান ডাঃ নুর- উল ফেরদৌস এতে উপস্থিত ছিলেন। 


কর্মশালায় নতুন শিক্ষা কারিকুলাম ও মূল্যায়ন প্রক্রিয়া  অনুষ্ঠিত হয়। শিক্ষকবৃন্দের সক্রিয় অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।  


ইন-হাউজ ট্রেনিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন।
প্রশিক্ষণ সমন্বয় করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও প্রশিক্ষণ তত্বাবধায়ক ছিলেন ইব্রাহিম রিজভী । বাস্তবায়নে প্রশিক্ষক মাঈন উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ,রায়পুর উপজেলা শিক্ষা অফিস,লক্ষ্মীপুর।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024