টেকনাফের শাহপরীর দ্বীপে ৭০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।


শনিবার (০২ মার্চ ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে একটি মাদকের চালান টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য আনুমানিক রাত ০১৪৫ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঝাউবনের মধ্যে দুই জন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা হয়। ব্যক্তিদ্বয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চ লাইট ও বাঁশি দিয়ে থামার সংকেত দেওয়া হলে উক্ত ব্যক্তিদ্বয় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাদা রং এর একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্য কর্তৃক উক্ত পরিত্যাক্ত বস্তাটি উদ্ধার করতঃ তল্লাশি চালিয়ে ৭০, ০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024