বিধান চন্দ্র দেবনাথ



পাক বাহিনী যতই বলুক
উর্দু হবে রাষ্ট্র ভাষা,
বাংলায় আমরা কথা বলি
বাংলাই থাকবে মাতৃভাষা।

বাংলা ভাষা আমাদের কাছে
সকল কিছুর চেয়ে দামী,
বাংলা ভাষা রক্ষায় আমরা
সবার চেয়ে অগ্রগামী।

বুকের তাঁজা রক্ত দিবো
দিবো নাতো মায়ের ভাষা,
মায়ের ভাষায় লুকিয়ে আছে
সকল রকম ভালোবাসা।

ভাইয়ের বুকের তাঁজা রক্তে
আমরা পেলাম মাতৃভাষা,
ভাষার জন্যই ছাত্র সমাজের
তাঁজা রক্তে রাস্তা ভাঁসা।

বাংলা ভাষা রক্ষায় যাঁরা
করে গেলেন জীবন দান,
শ্রদ্ধা ভরে গাইবো আমরা
সারা জীবন তাঁদের গান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024