|
Date: 2024-03-02 11:50:22 |
২ মার্চ জাতীয় পতাকা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে হাতের ছাপে লাল সবুজের জতীয় পতাকা বিনির্মাণ করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড সংলগ্ন আধুনিক ফুডকোর্ট প্রাঙ্গনে লাল ও সবুজ রং দিয়ে হাতের ছাপ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন নিজের হাতের ছাপ দিয়ে এই সুন্দর কর্মসূচির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এরকম মহৎ উদ্যোগকে স্বাগত জানায় এবং এরকম সুন্দর সুন্দর উদ্যোগের রাখার পরামর্শ দেন।
এরপর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনে পতাকাটি উত্তোলন করেন শিক্ষার্থীরা।
© Deshchitro 2024