“শিখব, শেখাব, সবাই মিলে এগিয়ে যাবো” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কারিকুলাম বিস্তর বিষয়ে শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী “ইন হাউজ ট্রেনিং” অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ শনিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় আইডিয়াল পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলার ১৬টি কিন্ডারগার্টেন স্কুলের ১শত ৪০জন বিষয় ভিত্তিক শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহণ করেন। বিষয়গুলোর মধ্যে ছিল বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং জীবন ও জীবিকা। প্রশিক্ষক হিসেবে ছিলেন, শেরপুর ভিক্টোরিয়া স্কুলের বিষয় ভিত্তিক ৬ জন মাস্টার ট্রেইনার। এ প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক ভাবে সহযোগিতা করেন, ঝিনাইগাতী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাগণ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024