শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ। ২ মার্চ শনিবার বিকেলে ঝিনাইগাতী বাজারস্থ ধানহাটিতে এ সংবর্ধার আয়োজন করা হয়। বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন মক্ক’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেফাজ্জল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি সংবর্ধনা সভায়  বলেন, আগামী জুন মাসের মধ্যে ঝিনাইগাতী বাজারের ধানহাটি এলাকার রাস্তার সংস্কার ও ব্যবসায়ীদের স্বার্থে ওয়াশ ব্লকসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রুত করা হবে। এসময় সমিতির অন্যান্য সদস্য, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024